শতভাগ ওয়েব লিংক বন্ধে সফল বিটিআরসি

৬ সেপ্টেম্বর, ২০২১ ১৫:৪১  
সরকারের নির্দেশনা অনুযায়ী গত এক বছরে ভাচুয়াল মাধ্যম থেকে অভিযুক্ত শতভাগ ওয়েব লিংক বন্ধ করতে সক্ষম হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা -বিটিআরসি। একইসময়ে ফেসবুক থেকে অপসারণের অনুরোধ আসা কন্টেন্টের মধ্যে ২৫ দশমিক ৯৫ শতাংশ, ইউটিউবের ১৪ দশমিক ৩৯ শতাংশ কন্টেন্ট মুছতে সমর্থ হয়েছে কমিশন। সাইবার থ্রেট ডিটেকশন অ্যান্ড রেসপন্স (সিটিডিআর) নামক কারিগরি সিস্টেমের মাধ্যমে এগুলো বন্ধ করা হয়েছে। বন্ধ করা হয়েছে এক হাজার ৬০টি ওয়েব লিংক। এছাড়াও ফেসবুককে ১৮ হাজার ৮৩৬টি অনুরোধ করা হলে প্রতিষ্ঠানটি বন্ধ করেছে ৪ হাজার ৮৮৮টি লিংক। ইউটিউবের কাছে ৪৩১টি লিংক বিষয়ে অনুরোধ করা হলে তারা ৬২টি লিংক বন্ধ করেছে। প্রতিষ্ঠানগুলো বৈশ্বিক ডিজিটাল মাধ্যমগুলো তাদের কমিউনিটি স্ট্যন্ডার্ড গাইড লাইন অনুযায়ী পরিচালিত হওয়ায় এক্ষেত্রে বিটিআরসি’র কিছুই করার থাকছে না। তারপরও তরুণ প্রজন্মের সুরক্ষাং বিটিআরসি ইতোমধ্যেই ২২ হাজারের বেশি পর্ণোসাইট, ৫টি ফেসবুক অ্যাকাউন্ট এবং হাইকোর্টের প্রধান বিচারপতির নামে অবমাননাকর পোস্ট ও আপত্তিকর কনটেন্ট অপসারণে সফল হয়েছে। সরকারের নির্দেশনায় কনটেন্ট রিপোর্টিং সিস্টেমের মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে নিয়ন্ত্রক সংস্থা। সোমবার বিটিআরসি কার্যালয়ে অনুষ্ঠিত জরুরী সংবাদ সম্মেলেনে এসব তথ্য তুলে ধরেন কমিশনের মহাপরিচালক (সিস্টেম অ্যান্ড সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ। বিটিআরিসি চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদারের সভাপতিত্বে ভার্চুয়ালি এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং সচিব আফজাল হোসেন।